Pages

শনিবার, ২১ জুলাই, ২০১২

প্রয়োজনীয় লিঙ্কসমূহ আপনার ব্লগে এড করুন , ড্রপ ডাউন মেনুর সাহায্যে ..


আজ আপনাদের সাথে শেয়ার করবো একটি ড্রপ ডাউন লিঙ্ক উইডগেট ।যা আপনার ব্লগ/ওয়েব সাইটে লাগাতে পারবেন এবং যেখানে বাংলাদেশের সব প্রয়োজনীয় সাইটের লিঙ্ক দেয়া আছে ।। এবং সেগুলো আপনার ওয়েবপেজ বিদ্যমান রেখে নিউ টাবে অপেন হবে।। এতে আপনি আপনার ভিসিটর হারাবেন না ।।
নিচে এর একটি ডেমো ফটো দেয়া হলঃ


এবার এটা যেভাবে করতে হবে ঃ  

১.প্রথমে আপনার ব্লগ বা সাইটে লগ ইন করুন

২.এবার ড্যাসবোর্ডের(DeshBoard) লেআউট টাব সিলেক্ট করুন ।।                                

৩.এড এ গেজেট(Add a Gadget) / একটি গেজেট যুক্ত করুন এ ক্লীক করুন।।

                           

৪. এড এ গেজেট(Add a Gadget) অপেন হলে Html /JavaScript সিলেক্ট করুনঃ

                     

৬.এবার Html/JavaScript বক্সে নিচের কোড টুকু কপি করে পেস্ট করুনঃ



৬.এবার Save বাটনে ক্লিক করুন ।। এবার আপনার সাইটটি দেখুন ।।

ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না ।।


শনিবার, ২৩ জুন, ২০১২

এখন থেকে ল্যাপটপ বা পিসি ওপেন করুন আপনার ছবি দেখিয়ে

কি কি প্রয়োজন :
*একটি ওয়েব ক্যাম
*একটি সফটওয়্যার
যেভাবে করবেন :
বর্তমানে অনেক ল্যাপটপ বা নোটবুকে দেখা যায় উইন্ডোজ এ লগইন করতে গতানুগতিক পাসওয়ার্ড এর পরিবর্তে ফেস ডিটেকশন বা ফিঙ্গার প্রিন্ট ডিটেকশন সিস্টেম থাকে। এইসব ল্যাপটপের মূল্যও হয় অনেক বেশি। আমরা যারা ডেস্কটপ পিসি ব্যাবহার করি বা ল্যাপটপে ফেস ডিটেকশন সিস্টেম নাই, তাদের জন্য  নিয়ে এলাম ফেস ডিটেকশন সফটওয়্যার ( ফ্রী ফুল ভার্সন) যা উইন্ডোজ এক্সপি এবং উইন্ডোজ সেভেন এ ব্যাবহার করা যাবে। আপনার ল্যাপটপ/ডেস্কটপ এ একটা ওয়েবক্যাম থাকলেই হল।
প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করুন > ক্লিক করুন

যেভাবে ইন্সটল করবেনঃ
১. প্রথমেই আপনার পিসি টাকে control panel/user account এ যেয়ে passward protected করে নিন। (যদি করা না থাকে)
স্ক্রিন শর্ট গুলো দেখে নিন>
                                                                 স্ক্রিন শর্ট  1

                                                                 স্ক্রিন শর্ট 2

                                                                 স্ক্রিন শর্ট 3

                                                                 স্ক্রিন শর্ট  4

                                                                স্ক্রিন শর্ট 5
২. ডাউনলোড করা ফাইল টি unzip করে নিন। এভাবে >


৩. unzip করার পর folder টা ওপেন করে “LuxandBlinkProSetup” এ ডাবল ক্লিক করুন।
৪. কিভাবে ইন্সটল করবেন > নিন্মের পিকচার দেখেন >






এইবার পিসি রিস্টার্ট করুন… এবং পাসওয়ার্ড এর পরিবর্তে আপনার চেহারা দেখিয়ে পিসি তে লগইন করুন।
ভাল লাগলে অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না..................। সবাইকে ধন্যবাদ , ভাল থাকবেন...।

Chat Room

Email Me

Email Me

Name *
Email *
Subject *
Message *
File Upload
Mobile Number
Powered byEMF HTML Form Builder
Report Abuse

BBC বাংলা সংবাদ

সমস্যা ও সমাধান

আপনার কম্পিউটার বা ইন্টারনেট বিষয়ে কোন সমস্যা থাকলে নিচে কমান্ট করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার সমস্যা সমাধানের জন্য। অথবা আপনি আমাকয়ে Skype এ পেতে পারেন আমার Skype ID হল Jonaid66 । আমার মোবাইল নাম্বার : +8801199551837

Labels

Flash Labels by Way2Blogging