শনিবার, ২১ জুলাই, ২০১২

প্রয়োজনীয় লিঙ্কসমূহ আপনার ব্লগে এড করুন , ড্রপ ডাউন মেনুর সাহায্যে ..


আজ আপনাদের সাথে শেয়ার করবো একটি ড্রপ ডাউন লিঙ্ক উইডগেট ।যা আপনার ব্লগ/ওয়েব সাইটে লাগাতে পারবেন এবং যেখানে বাংলাদেশের সব প্রয়োজনীয় সাইটের লিঙ্ক দেয়া আছে ।। এবং সেগুলো আপনার ওয়েবপেজ বিদ্যমান রেখে নিউ টাবে অপেন হবে।। এতে আপনি আপনার ভিসিটর হারাবেন না ।।
নিচে এর একটি ডেমো ফটো দেয়া হলঃ


এবার এটা যেভাবে করতে হবে ঃ  

১.প্রথমে আপনার ব্লগ বা সাইটে লগ ইন করুন

২.এবার ড্যাসবোর্ডের(DeshBoard) লেআউট টাব সিলেক্ট করুন ।।                                

৩.এড এ গেজেট(Add a Gadget) / একটি গেজেট যুক্ত করুন এ ক্লীক করুন।।

                           

৪. এড এ গেজেট(Add a Gadget) অপেন হলে Html /JavaScript সিলেক্ট করুনঃ

                     

৬.এবার Html/JavaScript বক্সে নিচের কোড টুকু কপি করে পেস্ট করুনঃ



৬.এবার Save বাটনে ক্লিক করুন ।। এবার আপনার সাইটটি দেখুন ।।

ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না ।।


0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Labels

Flash Labels by Way2Blogging